প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার পথে বাংলাদেশের অগ্রগতি


বিশ্বজুড়ে বিগত ৮ মাস যাবৎ চলছে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ। কর্মব্যস্ত, কোলাহলপূর্ণ জন জীবন মুহূর্তেই যেন স্থবির হয়ে পড়েছে। দেশে ও চলছে এ ভাইরাসের আধিপত্য, আর এই সংক্রমণ বিস্তার রোধে অন্যান্য দেশের ন্যায় দীর্ঘ দিন যাবৎ দেশের সকল অফিস, আদালত, কল-কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর্থিক সংকটের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় ধরণের ক্ষতিও সেশন জটের  মুখোমুখি  হওয়ার অবশ্যম্ভাবী ধারণা করা যাচ্ছে। এরূপ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশের  প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও  বিশ্ববিদ্যালয় গুলোতে আয়ত্ত করতে হচ্ছে নতুন এক শিক্ষা পদ্ধতি।  যেটি অনলাইন বিভিন্ন এপ্স কিংবা ভিডিও কনফারেন্স ও সরাসরি টেলিকাস্ট  এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।  অপর্যাপ্ত ইন্টারনেট সংযোগ ও যথাযথ ইলেকট্রনিক ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং হলেও পরিস্থিতির মোকাবেলা করতে বাংলাদেশকেও নিতে হচ্ছে এমনই পরিকল্পনা। সম্প্রতি দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পদ্ধতি চালু করলেও সরকারি বিশ্ববিদ্যালয় গুলোকে হিমসিম খেতে হচ্ছে। এক্ষেত্রে সরকার কর্তৃক নির্দিষ্ট নীতিমালা ও বরাদ্দ প্রদানে সারা দেশ ব্যাপী সকল ছাত্র-ছাত্রী আসতে পারেন এই একই প্লাটফর্মে যা শিক্ষা ক্ষেত্রে খুলে দিবে নতুন এক অগ্রযাত্রা। 
অনলাইন ক্লাসে শিক্ষার গতি সক্রিয় রাখতে যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তা হল, ওপেন বুক এক্সাম পদ্ধতি - যাতে সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণ করা হবে, এতে শিক্ষার্থীরা বই থেকে অধ্যয়নকৃত বিষয়টি সরাসরি মিল না পেলেও তা গঠন গত দিক থেকে থাকবে সম্পর্কযুক্ত। দ্বিতীয়ত, কোর্স শিক্ষক কর্তৃক কোর্স ম্যাটিরিয়াল প্রদান -কোর্স শিক্ষক বিভিন্ন ডকুমেন্ট, শীট কিংবা ভিডিও ব্লগ তৈরী এবং তা নির্দিষ্ট গ্রুপ কিংবা সোস্যাল মিডিয়ায় শেয়ার করে শিক্ষার্থীদের কোর্স ম্যাটেরিয়াল প্রদান করতে পারেন। তৃতীয়ত, পাঠ্যক্রম সংক্ষিপ্তকরণ - পাঠ্যক্রম সংক্ষিপ্ত করণের মাধ্যমে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট কোর্স কিংবা পাঠ্যসূচি সম্পন্ন করা যেতে পারে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যথাযথ প্রযুক্তি ব্যবহার এর হাতিয়ার এবং দক্ষ মানব সম্পদ এর মাধ্যামে অনলাইন শিক্ষা ব্যবস্থার কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব।
বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বিনির্মাণে শিক্ষা ক্ষেত্র প্রযুক্তিকরণ যেমন সময়ের দাবি তেমন করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষাব্যবস্থা যেন শিক্ষার ক্ষেত্রের এক নতুন অভিমুখ।
Writer:
MD.Masum Billah
Student of
Comilla University
(Department: Public Administration)

Post a Comment

0 Comments