মোবাইলের ব্যাটারির চার্জিং নিয়ে অসাধারণ ৯টি প্রশ্ন ও উত্তর


1⃣ প্রশ্ন: আমি যদি আমার ফোনকে সারারাত ধরে চার্জ দিই তবে কি কোন সমস্যা হবে?

উত্তর: অনেকেই আছেন যারা দিনে ফোনে চার্জ দেওয়ার সময় পান না।এই সকল ব্যক্তিরা সাধারণত রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে দিয়ে রাখেন।আপনাদের মনে প্রশ্ন জাগে যে, আসলে সারারাত যদি ফোনটাকে চার্জে রাখি তবে ফোনে কোন সমস্যা হবে কি? চলুন আজ আমরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। আপনার ফোনটিকে যখন আপনি চার্জে দেবেন তখন এই ফোনের মধ্যে থাকা স্মার্ট প্রযুক্তি দ্বারা আপনার ফোনটি নিয়ন্ত্রিত হবে চার্জের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন আপনার ফোনটিকে চার্জে দেবেন তখন ব্যাটারির চার্জ সম্পূর্ণ হয়ে গেলে ফোনটির ভেতরে থাকা স্মার্ট প্রযুক্তির ফলে আপনার ফোন আর চার্জ নিবে না। এর ফলে আপনার ফোনেও আর কোনো সমস্যা হবে না।কিছু কিছু ব্যক্তি আছেন যারা মনে করেন দীর্ঘ সময় চার্জ দিয়ে রাখলে ফোনের ব্যাটারি ব্লাস্ট হয়ে যেতে পারে। এটি সম্পূর্ণ ভুল কথা।কেননা আপনার ফোনে যদি কোন সমস্যা পূর্বে থেকে থাকে তবে সারাক্ষণ চার্জ দেওয়া লাগবে না, মাত্র অল্প কিছু সময় চার্জ দিলেই আপনার ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে। যারা সারারাত ধরে ফোনটাকে চার্জে দিয়ে রাখেন তাদের উদ্দেশ্যে আর একটি কথা, আপনারা যখন রাতে ফোনটিকে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন তখন যদি আপনার ফোনের ব্যাটারিতে বিন্দুমাত্র সমস্যা থেকে থাকে তবে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আপনারা এ সকল দুর্ঘটনা এড়াতে ঘুমানোর সময় মোবাইল ফোনকে নিজের পাশে রেখে চার্জে দিবেন না।আপনারা  যখন রাতে ঘুমাবেন তখন ফোনটিকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে চার্জ দিবেন। যার ফলে আপনারা ঐ জাতীয় দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন।

2⃣ প্রশ্ন: আমার ফোনকে কি আমি অন্য চার্জার দিয়ে চার্জ দিতে পারব?

উত্তর: অনেকেই আছেন যারা চার্জিং পোর্ট মিলে গেলেই অন্য চার্জারে ফোনটিকে চার্জে দেন। আসলে এটা করা উচিত নয়। কেননা এসব চার্জারে চার্জ দিলে আপনার ফোনটিতে ক্ষতি হতে পারে।ভোল্টেজের সামঞ্জস্যতার সঠিক মান সকল চার্জারে থাকেনা। বিদ্যুৎ প্রবাহ কম বা বেশি হতে পারে। এর ফলে ব্যাটারি এমনকি সার্কিট বোর্ড/চিপ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাদের সর্বদা উচিত ফোন নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশকৃত চার্জারে ফোনটিকে চার্জে দেওয়া।যা আপনার ফোনের ক্ষতি এড়াতে গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করবে।

3⃣ প্রশ্ন: নতুন ফোন ব্যবহারের পূর্বে কি টানা ৮ ঘন্টা চার্জ দিতে হয়?

উত্তর: আপনার ফোনটি যেহেতু ক্রয়ের পর চালু রয়েছে।সুতরাং বুঝতে হবে আপনার ফোনে ইতোমধ্যেই চার্জ রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে সাধারণত প্রথমেই ৮ ঘন্টা চার্জ দেওয়ার বিষয়টি খাটে না।তবে ফোনটিকে প্রথমে ব্যবহারের পূর্বে সম্পূর্ণ চার্জ দেওয়াই ভালো।কেননা ফোনটিকে যখন আপনি সেটআপ করবেন তখন আর মাঝপথে আপনাকে চার্জে বসানো লাগবেনা।

4⃣ প্রশ্ন: চার্জে দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা যাবে কি?

উত্তর: প্রযুক্তিবিদরা বলছেন যে, ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন আর ঐ একই কোম্পানির চার্জার ব্যবহার না করলে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।

5⃣ কখনো কি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের চার্জ বেশি নষ্ট হতে পারে?

উত্তর: কখনো কখনো একটি অ্যাপ্লিকেশন ও আপনার ফোনের বেশিরভাগ চার্জ ব্যবহারের জন্য যথেষ্ট। অ্যাপ্লিকেশন ব্যবহার না করলেও অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কাজ চলতে থাকে বা অ্যাপ্লিকেশনটি কাজ চালিয়ে যেতে পারে।কিছু ব্যবহারকারীদের মতে, ফেইসবুক অ্যাপ টি আনইন্সটল করার পর ফোনের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ১৫ শতাংশ দ্রুত কাজ করে এবং ফোনের চার্জও ২০ শতাংশের বেশি সময় ধরে থাকে।

6⃣ প্রশ্ন: আমি যদি একটানা ওয়াইফাই চালু করে রাখি তবে ফোনের ব্যাটারির কোন ক্ষতি হবে কি?

উত্তর: মোবাইল ফোনের ওয়াইফাই অপশন চালু থাকলে এটি সর্বদা এর নিকটস্থ ওয়াইফাই সংযোগ খুঁজতে ব্যস্ত থাকে। যার ফলে কিছুটা চার্জ ব্যয় হয়। কিন্তু এর পরিমাণটা এতই কম, যা লক্ষণীয় হয়না। এজন্য আপনি আপনার ফোনের ওয়াইফাই বা মোবাইল ডাটা সর্বদা বন্ধ রাখবেন চার্জ চলে যাওয়ার ভয়ে এমন কিছুই না।তবে আপনার নিকট যদি ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকে অথবা আপনি ফোনের ব্যাটারির পাওয়ার দীর্ঘক্ষন রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা বন্ধ রাখতে পারেন।

7⃣ প্রশ্ন: মাঝেমধ্যে ফোন কে বন্ধ করে আবার চালু করার প্রয়োজন আছে কি?

উত্তর: অনেক ব্যবহারকারী ফোনে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারের পর সেটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে না। এতে অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে। যদিও সব অ্যাপ্লিকেশন অনেক চার্জ নষ্ট করতে পারে না।তবুও অ্যাপ যতই চলবে ততই ফোনের ব্যাটারির লাইফ কমতে থাকবে। আপনার ফোনটিকে সপ্তাহে অন্তত  একবার বন্ধ করে আবার চালু করুন। যা আপনার ফোনের হার্ডওয়ার ও সফটওয়্যার উভয়ের জন্যই ভালো হবে।

8⃣ পাবলিক চার্জিং পয়েন্ট এ ফোন চার্জ দিলে ব্যাটারির কোন ক্ষতি হবে কি?

উত্তর: কিছু কিছু ক্ষেত্রে পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করে ফোনটিকে চার্জ দিলে আপনার ফোনের বিভিন্ন তথ্য হ্যাকাররা হ্যাক করে নিতে পারে (সব ক্ষেত্রে নয়)।যদি বাইরে থাকা অবস্থায় প্রায়ই আপনার ফোনটিকে চার্জে দেওয়ার প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনার উচিত পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক সাথে রাখা। যা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে।

9⃣ প্রশ্ন: ফোন সবসময় পাওয়ার সেভিং বা লো পাওয়ার মুডে ব্যবহার করা ভালো হবে কি?

উত্তর: পাওয়ার সেভিং বা লো পাওয়ার  মুড আপনার ফোনে থাকা কোন সফটওয়্যার কে ক্ষতি করে না। এই ফিচারটি যদি আপনি ফোনে সর্বদা চালু রাখেন তবে আপনি ফোনের অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন।মোবাইল ফোনগুলো সাধারণত এমন ভাবে তৈরি করা হয় যেন এখান থেকে আপনি এর সর্বোচ্চ সুযোগ-সুবিধাগুলো পেতে পারেন। কিন্তু আপনি যখন আপনার ফোনে পাওয়ার সেভিং বা লো পাওয়ার মুড ব্যবহার করছেন তখন আপনি এই সকল সুযোগ-সুবিধার অনেকগুলো থেকেই বঞ্চিত হবেন।কারণ অনেক অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে।এছাড়াও ডিসপ্লের আলো কম থাকায় আপনাকে একটু কষ্ট করে ফোনের স্ক্রীনটি দেখতে হবে।অনেক ক্ষেত্রে আপনি যতটা ফোনের সাউন্ড চাচ্ছেন ঠিক ততটা পাবেন না। এছাড়াও নোটিফিকেশন প্রায়ই বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনি তাৎক্ষণিক কোনো তথ্য পাবেন না। এজন্য আপনি ফোনে তখনই পাওয়ার সেভিং বা লো পাওয়ার মুড ব্যবহার করবেন যখন আপনার ফোনে চার্জ খুবই কম থাকবে অথবা আপনার নিকট ফোনটিকে চার্জে দেওয়ার মতো ব্যবস্থা থাকবে না।নতুবা আপনি ফোনের অনেক সুযোগ-সুবিধা উপভোগ করা থেকে বঞ্চিত হয়ে যাবেন।

Post a Comment

2 Comments