হারানো যৌবনকে পুনরায় ফিরিয়ে দেবে রসুন!


আমরা কম বেশি সবাই জানি যে, রসুন কেবল একটি মসলাই নয়, এর একাধিক ওষুধিগুণ রয়েছে। আয়ুর্বেদ ও হেকিমিশাস্ত্রে বহু বছর আগে থেকেই ওষুধ হিসেবে রসুন ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া রসুনে জীবাণু ও কীটনাশক গুণও রয়েছে। আমরা সাধারণত মসলা হিসেবে রসুন ব্যবহার করলেও এর পুষ্টিমূল্য কম নয়।


এছাড়াও ত্বকের ঔজ্জ্বল্য যেমন ধরে রাখে তেমনি বয়স ধরে রাখার জন্যও রসুনের কোনো বিকল্প নেই।


এক কোয়া রসুন হারানো যৌবনকে কীভাবে ফিরিয়ে দিতে পারে তা জানিয়ে দিয়েছে ভারতীয় এক গণমাধ্যম। আসুন আজ আমরা জেনে নিই কিভাবে কাজ করে এই রসুন।


১. অধিকাংশ নারীই ব্রণের সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নানা প্রকার পদ্ধতি অবলম্বন করে থাকেন তারা। কিন্তু খুবই অল্প সময়ে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনের কোনো বিকল্প নেই। এক কোয়া রসুনের রস ব্রণের উপর ভালোভাবে লাগিয়ে মাত্র পাঁচ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। কয়েকদিন পরে এর ফলাফল দেখলে আপনি চমকে যাবেন।


২. সন্তান জন্মের পর অনেক নারী আছেন, যাদের পেটে দাগ হয়ে যায়। শাড়ি পড়ার পর সেই দাগ দেখতে মোটেও ভালো লাগে না। এই সমস্যার জন্য শাড়ি পরার সময় অনেক ভাবনাচিন্তা করতে হয়। জানেন কী, এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে মাত্র এক কোয়া রসুন। অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস ভালোভাবে মিশিয়ে কয়েকদিন ব্যবহার করলেই মিলবে ফল।

৩. এক কোয়া রসুন এবং অর্ধেক টমেটো দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর ওই মিশ্রনটি মুখে লাগিয়ে মাত্র ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন সমস্ত মুখ। ট্যান উঠে গিয়ে দেখবেন চকচক করবে আপনার ত্বক।


৪. অনেকের ত্বকেই লাল-লাল দাগ দেখতে পাওয়া যায়। দানা দানা আকারে বের হয় ব়্যাশ। অনেকেরই হাত, কনুই এমনকি মুখেও মাঝে মাঝে এই দাগ দেখতে পাওয়া যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে রসুনের জুড়ি মেলা ভার।


৫. এতো সময় ধরে আমরা জানতে পারলাম, ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিভাবে রসুন রসুন ব্যবহার করতে হয়। কিন্তু আপনি কি জানেন যে, শুধুমাত্র ত্বকের সমস্যাই নয়, হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে মাত্র এক কোয়া রসুন। মধু এবং লেবুর রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খান। দেখবেন যে, বয়সের কোঠা ৪০ পার হলেও, আপনাকে দেখলে মনে হবে যে আপনি ২০ বছর এর তন্বী।

Post a Comment

0 Comments