প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এই দেশ ইতিহাস ঐতিহ্যের দেশ। প্রকৃতির উপাদানে নিজেকে বিশেষ সাজে সজ্জিত করেছে অপরূপ সৌন্দর্যময় এই বাংলাদেশ। আমাদের দেশের বিভিন্ন জেলা আমাদের সংস্কৃতিকে বিশেষভাবে আলোকিত করেছে। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো বিভিন্ন রকমের খাবার, কৃষ্টি, পোশাক, স্থান ইত্যাদির কারণে বিখ্যাত।
আমাদের দেশের ৮ টি বিভাগের মধ্যে মোট ৬৪টি জেলা রয়েছে।প্রত্যেকটি জেলা কোন না কোন বিশেষ কারণে বিখ্যাত। অথচ আমরা অনেকেই জানিনা যে, আমাদের পাশের জেলাটি কিসের জন্য বিখ্যাত। এসকল তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা এখন জানব কোন জেলা কিসের জন্য বিখ্যাত।তাহলে জেনে নেওয়া যাক-
(১). চুয়াডাঙ্গা বিখ্যাত - পান, ভুট্টা এর জন্য।
(২). পিরোজপুর বিখ্যাত - পেয়ারা, ডাব, আমড়া এর জন্য।
(৩). কক্সবাজার বিখ্যাত- মিষ্টিপান এর জন্য।
(৪). কিশোরগঞ্জ বিখ্যাত- বালিশ মিষ্টি, নকশি, পিঠা এর জন্য।
(৫). মেহেরপুর বিখ্যাত- মিষ্টি সাবিত্রি, রসকদম্ব এর জন্য।
(৬). কুমিল্লা বিখ্যাত- রসমালাই, খদ্দর (খাদী) এর জন্য।
(৭). কুষ্টিয়া বিখ্যাত- তিলের খাজা, কুলফি, আইসক্রিম এর জন্য।
(৮). যশোর বিখ্যাত- খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি এর জন্য।
(৯). খাগড়াছড়ি বিখ্যাত- হলুদ এর জন্য।
(১০). খুলনা বিখ্যাত- সন্দেশ, নারিকেল, গলদা, চিংড়ি এর জন্য।
(১১). গাইবান্ধা বিখ্যাত- রসমঞ্জরী এর জন্য।
(১২). গাজীপুর বিখ্যাত- কাঁঠাল, পেয়ারা এর জন্য।
(১৩). গোপালগঞ্জ বিখ্যাত- বাদাম এর জন্য।
(১৪). চট্টগ্রাম বিখ্যাত- মেজবান, শুটকি এর জন্য।
(১৫). চাঁদপুর বিখ্যাত- ইলিশ এর জন্য।
(১৬). চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত- আম, শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি এর জন্য।
(১৭). জামালপুর বিখ্যাত- ছানার পোলাও, ছানার পায়েস এর জন্য।
(১৮). ঝিনাইদাহ বিখ্যাত- হরি ও ম্যানেজারের ধান এর জন্য।
(১৯). ঝালকাঠী বিখ্যাত- লবন, আটা এর জন্য।
(২০). টাঙ্গাইল বিখ্যাত- চমচম এর জন্য।
(২১). সিলেট বিখ্যাত- সাতকড়ার আচার, কমলালেবু, পাঁলেয়ার চা এর জন্য।
(২২). ঠাকুরগাঁও বিখ্যাত- সূর্য্যপুরী আম এর জন্য।
(২৩). দিনাজপুর বিখ্যাত- লিচু, পাপড়, চিড়া, শীদল এর জন্য।
(২৪). ঢাকা বিখ্যাত- বাকরখানি, হাজীর/নান্নার বিরিয়ানী এর জন্য।
(২৫) নেত্রকোনা বিখ্যাত- বালিশ মিষ্টি এর জন্য।
(২৬). নওগাঁ বিখ্যাত- প্যারা সন্দেশ, চাল এর জন্য।
(২৭). নরসিংদী বিখ্যাত- সাগর কলা এর জন্য।
(২৮). নড়াইল বিখ্যাত- পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস এর জন্য।
(২৯). নাটোর বিখ্যাত- কাঁচাগোল্লা এর জন্য।
(৩০). নীলফামারী বিখ্যাত- ডোমারের সন্দেশ এর জন্য।
(৩১). নোয়াখালী বিখ্যাত- নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা এর জন্য।
(৩২). পাবনা বিখ্যাত- প্যারডাইসের প্যারা, সন্দেশ, ঘি এর জন্য।
(৩৩). ফরিদপুর বিখ্যাত- খেজুরের গুড় এর জন্য।
(৩৪). ফেনী বিখ্যাত- মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি এর জন্য।
(৩৫). ময়মনসিংহ বিখ্যাত- মুক্তা গাছার মন্ডা এর জন্য।
(৩৬). বগুড়া বিখ্যাত- দই, কটকটি এর জন্য।
(৩৭). বরিশাল বিখ্যাত- আমড়া এর জন্য।
(৩৮). বাগেরহাট বিখ্যাত- চিংড়ি, সুপারি এর জন্য।
(৩৯). বান্দরবন বিখ্যাত- হিল জুস এর জন্য।
(৪০). ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত- তালের বড়া, ছানামুখী, রসমালাই এর জন্য।
(৪১). ভোলা বিখ্যাত- মহিষের দুধের দই, নারিকেল এর জন্য।
(৪২). মাগুরা বিখ্যাত- রসমালাই এর জন্য।
(৪৩). মাদারীপুর বিখ্যাত- খেজুর গুড়, রসগোল্লা এর জন্য।
(৪৪). মানিকগঞ্জ বিখ্যাত- খেজুর গুড় এর জন্য।
(৪৫). মুন্সীগঞ্জ বিখ্যাত- ভাগ্যকুলের মিষ্টি এর জন্য।
(৪৬). নারায়ণগঞ্জ বিখ্যাত- আমের আচার এর জন্য।
(৪৭). মৌলভীবাজার বিখ্যাত- ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা এর জন্য।
(৪৮). রংপুর বিখ্যাত- আখ (ইক্ষু) এর জন্য।
(৪৯). রাঙ্গামাটি বিখ্যাত- আনারস, কাঁঠাল, কলা, জুম, রেস্তোরার বাশেঁর তৈরি খাবার এর জন্য।
(৫০). রাজবাড়ী বিখ্যাত- চমচম, খেজুরের গুড় এর জন্য।
(৫১). রাজশাহী বিখ্যাত- আম, তিলের খাজা, বিরেন দার সিংগারা,সিল্ক এর জন্য।
(৫২). লক্ষ্মীপুর বিখ্যাত- সুপারি এর জন্য।
(৫৩). শেরপুর বিখ্যাত- ছানার, পায়েস, ছানার চপ এর জন্য।
(৫৪). সাতক্ষীরা বিখ্যাত- সন্দেশ এর জন্য।
(৫৫). সিরাজগঞ্জ বিখ্যাত- পানিতোয়া, ধানসিড়িঁর দই এর জন্য।
0 Comments