আজব ও মজার অনেক তথ্য আছে, যার বেশির ভাগই আমাদের অজানা।জানলে তো ক্ষতি নাই। চলুন জেনে নিই অজানা মজার কিছু তথ্য।
১/গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে।
২/পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির বাদুড় আছে।
৩/তেলাপোকা মাথা ছাড়া ৯ দিন বাঁচতে পারে।
৪/রোমান শহরে সাতটা পাহাড় আছে।
৫/জন্মের সময় শিশু জিরাফ ৬ ফুট লম্বা হয়।
৬/হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
৭/ঘোড়ার দাত চল্লিশটি।
৮/একটি নবজাতক ক্যাঙ্গারু এত ছোট যে সেটা চামচে তুলে নেয়া সম্ভব।
৯/পৃথিবীতে ৯৭% পানি লবণাক্ত।
১০/আমাদের চোখ সেকেন্ডে ৮০ বার নড়ে।
১১/মাকড়সার রক্ত সাদা।
১২/স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র বাদুড় উড়তে পারে।
১৩/বাঁশ দিনে ১৬ ইঞ্চি লম্বা হয়।
১৪/হ্যালির ধূমকেতু সর্বপ্রথম দেখা যায় ১৭৫৯ সালে।
১৫/একটি পূর্ণবয়স্ক নীল তিমির একটি নিশ্বাসে দুই হাজার বেলুন ফোলানো যায়।
১৬/ পৃথিবীজুড়ে বছরে ৫০ হাজারের বেশি ভূমিকম্প হয়।
১৭/ মশা নীল রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়।
১৮/বিজ্ঞানী নিউটন অবিবাহিত ছিলেন। তিনি চিরকুমার ছিলেন বলে ধারণা করা হয়।
১৯/চোখ খুলে হাঁচি দেওয়া সম্ভব না।
২০/একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
২১/পৃথিবীতে সব থেকে পিপঁড়ার সংখ্যা বেশি।
২২/নীল তিমির হৃদপিণ্ড একটি প্রাইভেটকার এর থেকেও বড়।
২৩/একটি পিঁপড়া তার ওজনের ৪০ গুণ বেশি ওজন বহন করতে পারে।
২৪/গরুর পাকস্থলী চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
২৫/চড়ুই পাখি তার বাচ্চাকে দিনে ৩০০ বার খাওয়াই ।
এইরকম সব আজব ও মজার অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। এরকম আরও অনেক তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ সকলকে।সুস্থ থাকুন সুন্দর থাকুন। ঘরের বাইরে গেলে মাক্স পড়ুন। বাইরে থেকে এসে ভালোভাবে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধৌঁত করুন। সাবান পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। করোনা থেকে বেঁচে থাকুন। ভয় নয়, সচেতনতায় প্রতিরোধ।
1 Comments
nc
ReplyDelete