আমরা প্রতিনিয়ত কোন না কোন বিপদের মধ্যে দিয়ে যায়।এটি আমাদের জীবনের একটি অংশ। বিপদ যে কোন সময় আসতে পারে। সুতরাং, বিপদ আসলে কি করতে হবে সে সম্পর্কে এখন আমরা কিছু তথ্য জানবো।
ঘরের ভিতর সাপ ঢুকলে কি করনীয়:
সাপের কথা শুনলে কার না ভয় করে। ইঁদুরের খোঁজে যেকোনো সাপ যেকোনো সময় ঘরে ঢুকে পড়তে পারে এবং ঘরের অন্ধকার কোণে খাট বা আলমারির নিচে লুকানোর চেষ্টা করে। এই সময় বিচলিত না হয়ে মাথা ঠাণ্ডা রাখুন। সর্বপ্রথম ঘরের সব দরজা জানালা বন্ধ করুন এবং যে কোন একজন সাপের উপর নজর রাখুন। তারপর যেকোন একটি দরজা খুলে ওই স্থানে দুটি শুকনা মরিচ পুড়িয়ে তার সামনে ধরুন। ঝাল দুইটি সামনে ধরবেন লাঠির সাহায্যে। নিজের হাত দিয়ে কখনও চেষ্টা করবেন না। শুকনো ঝালের তীব্র ঝাঁঝালো গন্ধে সে ঘরে টিকতে না পেরে একমাত্র খোলা দরজা দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে খোলা দরজার সামনে কেউ থাকবে না। সাপটিকে মারার চেষ্টা না করে তাকে নিশ্চিন্তভাবে যেতে দিন।
সাপে কামড়ালে করণীয়:
সাপ একটি আতংকের নাম। সাপের নাম শুনলেই প্রায় সকলে ভয়ে কাঁপে। সাপে কামড়ানো তো দূরে থাক সাপ দেখলে অনেকেই ভয়ে দৌঁড়ে পালায়। এখন যদি কোনভাবে সাপের কামড় খান তাহলে কি করবেন চলুন জেনে নিই।
প্রথমে সাপে কামড় দিলে দেখতে হবে সাপটা বিষাক্ত কিনা। কামড়ানো স্থানে যদি দুইটি দাগ থাকে তাহলে বুঝতে হবে এটা বিষাক্ত সাপ। আর যদি চারটা দাগ থাকে তাহলে বুঝতে হবে এটা নির্বিষ সাপ। সাপ সাধারণত পায়ের নিন্মাঙ্গে কামড়ায়। সাপে কামড়ানোর পর দড়ি বন্ধনীর যে নিয়ম আছে, অবশ্যই আমরা সেই নিয়ম মেনে চলব। তারপর ক্ষতস্থানটি পরিষ্কার ব্লেড বা ছুরি দিয়ে কেটে রক্ত বের করে ফেলতে হবে। আমাদের গ্রাম বাংলায় একটি ভুল ধারনা আছে যে মুখ দিয়ে চুষে রক্ত বের করা। এটা ভুলেও করা যাবে না। এতে যে ব্যক্তি এই কাজটি করবে সে বিপদে পড়তে পারে এমনকি মারাও যেতে পারে। আমাদের গ্রাম বাংলায় কবিরাজ প্রথা আছে। এটা না করে যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
তাই সব থেকে বড় প্রতিরোধ সচেতনতা। এজন্য প্রতিরোধ গড়ে তুলুন। ভয় নয়, একমাত্র সচেতনতাই প্রতিরোধ।
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স পড়ুন। নিয়মিত সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এরকম আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
3 Comments
Eta jene raka amader jonno khubi valo.
ReplyDeleteIt is very important for us to know this.
ReplyDeleteImportant post
ReplyDelete