শ্যাম্পু, অয়েল এবং কন্ডিশনার ব্যবহার করার পরও অনেকের চুল উসকোখুসকো থেকে যায়। এর প্রধান কারণ হলো শুষ্ক ও ডিহাইড্রেটেড। এছাড়াও আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতা থাকলেও তা চুল ফ্রিজি করে তুলতে পারে। আপনি কি প্রতিদিনের এই সমস্যা সামলানো নিয়ে চিন্তায় আছেন? তবে কিছু উপায় আছে, তা আপনি কাজে লাগাতে পারলে আপনার চুল থাকবে স্বাভাবিক। এবার উপায় গুলো জেনে নিন...
১/ ডিম ও অলিভ অয়েল: এক টেবলচামচ অলিভ অয়েলের সাথে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করুন। তারপর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই হেয়ার প্যাকে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন এবং লাইজোজাইম নামের এক প্রকার এনজাইম রয়েছে, যা স্ক্যাল্প ব্যাক্টেরিয়া নিয়ন্ত্রণে নিয়ে আসে। যার ফলে চুলের ফ্রিজি ভাব কমে যায় এবং স্বাভাবিক থাকে।
২/ অ্যাপেল সিডার ভিনিগার: অ্যাসেটিক সিডার চুলের জন্য অনেক উপকারী। শ্যাম্পু করার পর চুল ভালোভাবে ধুয়ে সারা চুলে অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিন। ১ মিনিট মতো রাখার পর ধুয়ে ফেলুন। এরপর কন্ডিশনার লাগিয়ে চুল ধুয়ে নিন। এর ফলে চুলে কোমলতা ফিরে আসবে।
৩/ কলা: কন্ডিশনার হিসেবে কলার ভূমিকা অনেক। একটা পাকা কলা প্রথমে ভালোভাবে পেস্ট করে নিন। তাতে ২ চা চামচ মধু এবং আধা চামচ নারিকেল তেল বা বাদাম তেল মিশিয়ে নিন। সব উপকরণ ভালোকরে মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এর উপকার পাবেন হাতেনাতে।আপনি কেমন উপকার পেলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
৪/ লেবু ও মধু: লেবুতে বিদ্যমান ভিটামিন সি, যা চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকে এবং মধু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে থাকে। এক কাপ পানির সঙ্গে ২ টেবিলচামচ মধু এবং ২ টেবিলচামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। গোসলের পর গোটা চুলে এই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে ১০ মিনিট রাখার পর আপনি শ্যাম্পু করুন। আপনার চুল হবে মোলায়েম।
৫/ আমন্ড অয়েল ও ডিম: বাদাম তেল (আমন্ড অয়েল) আপনার চুল কন্ডিশন করে থাকে এবং ডিম চুলের ক্ষতি মেরামত করে থাকে। ডিম ও বাদাম তেল ভালোভাবে ফেটিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নিন এবং তা ভালোভাবে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। এভাবে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিন। সবশেষে কন্ডিশনার লাগাবেন। এভাবে কয়েকদিন ব্যবহার করতে থাকলে, আপনার চুল নিয়ে দুশ্চিন্তা আর থাকবে না।
এই ধরনের উপকারী তথ্য যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আপনি যদি এই ধরনের নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন।আশাকরি, আপনার কমেন্টকে যথাযথ গুরুত্বের সাথে আমরা দেখব এবং আপনার জানতে চাওয়া ঐ নির্দিষ্ট বিষয়ের উপর আমরা এখানে পোস্ট করব।সুতরাং, আমাদের সাথেই থাকুন।
0 Comments