বলুন তো, সাজতে কে না পছন্দ করে! এই সাজে তখনই আলাদা এক মাত্রা যোগ হয় যখন আঙুলে নেলপলিশের পরশ থাকে। একথা মাথায় রেখেই সৌন্দর্য সচেতনদের অনেকেই নখকে নানা রঙে রাঙ্গিয়ে থাকেন। কিন্তু যখন দেখা যায় যে, নখের কিছু অংশে নেলপলিশ রয়েছে আর কিছু অংশে নেলপালিস নেই ঠিক তখনই সাজের বারোটা বেজে যায় এবং মনও খারাপ হয়ে যায়।
এজন্য নখ রাঙানোর আগে ও পরে কিছু টিপস যদি মেনে চলা যায়, তবে এ রকম সমস্যায় আর পড়তে হয় না। এখন নখ রাঙানোর অসাধারণ টিপসগুলো জানা যাক....
১/ ভিজে নখে কখনো রং লাগাবেন না: নেলপলিশ পরার পুর্বে নখ খুব ভালোভাবে মুছে নিন। পুরনো শেড না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করে ফেলুন। এর ফলে নখের স্বাভাবিক তেল তেলে ভাব উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে ভালোভাবে মুছে নিন। এবার আপনার পছন্দের রঙ দিয়ে নখ রঙিন করুন।
২/ উন্নত মানের নেলপলিশ কিনুন: অনেকে কুইক ড্রায়িং নেলপলিশ ক্রয় করেন। এ রকম না কেনাই ভাল। কারণ এই ধরনের নেলপলিশ শুকিয়ে যাওয়ার পর দ্রুত উঠে যায়। এজন্য ভাল ব্র্যান্ডের নেলপলিশ ক্রয় করুন। এগুলো যদিও শুকানোর জন্য সময় তুলনামূলক ভাবে একটু বেশি নেয়। তবে ধরনের নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
৩/ যত্নের সাথে প্রলেপ নিন: নখে নেলপলিশের প্রথম যে প্রলেপ দেওয়া হয়, তকে বলা হয় বেস কোট। পরবর্তীতে আরও দু’বার বা তিনবার নেলপলিশ লাগানো যায়। তবে মনে রাখতে হবে যে, প্রতিবার রঙের প্রলেপ লাগানোর পর কিছু সময় অপেক্ষা করা ভাল। একটি প্রলেপ সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন। সবার শেষে দিতে হবে টপ কোট। এই আস্তরণের ফলে আপনার নেলপলিশ হবে মসৃণ এবং দ্রুত এটি নখ থেকে উঠবেও না। যখনই আপনি নেলপলিশ পরবেন, সব সময় শুরু করবেন নখের মাঝখান থেকে। এরপর পাশের অংশে রং লাগাবেন।
৪/ আপনার নখের যত্ন নিন: শুধু রাঙালেই তো আর হবে না, নেলপলিশ পরা নখের যত্নও আপনাকে নিতে হবে। সব সময় চেষ্টা করুন নখ ছোট রাখতে। বড় নখ দেখতে সুন্দর লাগলেও বিভিন্ন সমস্যা হয় কাজে। এছাড়াও বড় নখ ভাঙার আশঙ্কাও বেশি থাকে। পায়ের তুলনায় হাতের আঙুলের নখ থেকে নেলপলিশ অনেক তাড়াতাড়ি উঠে যায়। তাই কাপড় কাচা, বাসন মাজার মতো জলের কাজ করার সময় সম্ভব হলে গ্লাভস পরে নিন। এর ফলে চট করে নখ থেকে রং উঠবে না।
৫/ এতকিছুর পরেও যদি আপনার নখ থেকে নেলপলিশের পরত উঠে যায়, তাহলে আপনি টাচ আপ করতে যাবেন না। কারণ টাচ আপ কখনএ আসল শেডের সাথে মেলে না। এজন্য একবার নেলপলিশ উঠতে যদি শুরু করে, তবে রিমুভারের সাহায্যে পুরোটা তুলে নখ পরিষ্কার করে আবার রং লাগাবেন। তবে হাত বা পায়ে লাগাতার নেলপলিশ না লাগিয়ে রাখায় ভালো । মাঝে মাঝে আপনার নখকে বিশ্রাম দিবেন। এর ফলে নখ ভাল থাকবে।
তবে অবশ্যই মনে রাখবেন, নেলপলিশের সম্পূর্ণটাই কিন্তু বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হয়। যা আপনার স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক।
0 Comments