পুরুষ হোক বা নারী হোক, চুল নিয়ে সবাই কমবেশি চিন্তিত থাকে। অনেকেই চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা, চুল ঝরে পড়া বা চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি নানান সমস্যায় জেরবার রয়েছে। এক্ষেত্রে চুলের যত্নে ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, চুলের নানান সমস্যা থেকে মুক্তি পেতে মিষ্টি কুমড়ার হেয়ার মাস্ক বা কুমড়া বীজের তেল ব্যবহার করা যেতে পারে। চুলের বৃদ্ধি, চুল ফাটা, চুল পড়া কমানোর জন্য মিষ্টি কুমড়া খুবই উপকারী। তাহলে আজ জেনে নেওয়া যাক, চুলের যত্নে কীভাবে আপনি মিষ্টি কুমড়া ব্যবহার করবেন।
১.কন্ডিশনার:
কন্ডিশনিংয়ের জন্য মিষ্টি কুমড়ার সাথে ওটস ভালোভাবে মিশিয়ে চুলে লাগাতে যেতে পারে। এতে চুলের পুষ্টি বৃদ্ধি পাবে। চুল ফাটার সমস্যাটি কমে যাবে। এছাড়া এক টেবিল চামচ মিষ্টি কুমড়ার বীজের তেলের ভিতর আধখানা আপেল সেদ্ধ করে ভালোভাবে চটকে নিন। এরপর এর ভিতর এক টেবিল চামচ শিয়া বাটার ও একটা ডিম দিন। শ্যাম্পু করার পরে এই কন্ডিশনারটি ২০ মিনিট লাগিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে ফেলুন। কুমড়াবীজের তেলে আছে ফ্যাটি অ্যাসিড, যা আপনার চুলের জন্য খুবই ভালো। এছাড়া এতে আছে প্রোটিন, ভিটামিন, ডায়েটারি ফাইবার ও মিনারেল।
২.হেয়ার মাস্ক:
একটি পাকা মিষ্টি কুমড়া কেটে প্রথমে তা সেদ্ধ করে চটকে নিন। এবার তার মধ্যে এক টেবিল চামচ জোজোবা অয়েল দিন। এরপর তাতে তিন টেবিল চামচ নারকেল তেল ভালো করে মেশান। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই মাস্ক যেন বেশি পাতলা না হয়ে যায়। শুকনো চুলে এটি ভালোকরে লাগিয়ে হেয়ার ক্যাপ পরে নিন। এরপর ৩০ মিনিট রেখে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন।
৩.মিষ্টি কুমড়ার হেয়ার মাস্ক:
৫০ গ্রাম মিষ্টি কুমড়ার পাল্প, এক চা চামচ ওটমিল পাউডার, নারকেল তেল, অলিভ অয়েল, শিয়া বাটার ৫০ গ্রাম, সবকটি উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর এই মাস্কটি ভালোভাবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। এই পেস্টটি আপনি চাইলে ফ্রিজে রেখে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
৪.মিষ্টি কুমড়া ও তেল:
মিষ্টি কুমড়ার পাশাপাশি চুলের যত্ন নেওয়ার জন্য নারকেল তেলও প্রয়োজন হয় । এই হেয়ার মাস্ক তৈরি করার জন্য নারকেল তেল ও মিষ্টি কুমড়ার বীজের তেল একসাথে গরম করুন। একই পরিমাণ তেল নিতে হবে। অল্প আঁচে সেই তেল গরম করে ফেলুন। এবার তা চুল ও মাথায় ভালোকরে লাগান।
0 Comments