জিনিয়া ফুলের ইংরেজী নাম Zinnia এবং বৈজ্ঞানিক নাম Zinnia elegans.
অতি পরিচিত একটি ফুল জিনিয়া। এই ফুলের গাছ গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুল দেয়। খুব সহজেই টবে জিনিয়া ফুলের চাষ করা যায়। তবে বর্ষার সময় টবে জিনিয়া চাষ ভাল হয়।
টবে জিনিয়া ফুলের চাষের জন্য যা করা দরকার তা হল–
টব:
জিনিয়া ফুল চাষের জন্য মাঝারি ও বড় যে কোনো আকারের টব প্রয়োজন। যেমন:৫ ইঞ্চি বা ৮ ইঞ্চি টব।
মাটি:
দোআঁশ মাটিতে জিনিয়া গাছের ভাল চাষ হয়। শীতের পুরানো গাছের মাটিতেও চাষ করা যায়।
সার:
গোবর সার এই গাছের জন্য ভাল। ৪০ ভাগ গোবর বা পাতাসারের সঙ্গে ২-৩ চামচ সুপার ফসফেট, বাকিটা মাটি দিয়ে সারমাটি তৈরী করতে হবে।
পরিচর্যা:
গাছের কলম পুঁততে পারেন অথবা বীজ পুঁততে পারেন। গাছ পুঁতলে সরাসরি পানি দিন। নিয়মিত সার দিন। আর বীজ পুঁতলে সরাসরি টবে পুঁতুন। গাছ ধরে গেলে সপ্তাহে একবার খোল পচা পানি দিন। পরিস্থিতি অনুযায়ী গাছ রোদে রাখুন।
0 Comments