নিজের সাফল্য এবং সমাজের উন্নতি সাধনের জন্য আমাদের পড়ালেখা করতে হয়।কিছু মানুষ আছে,যাদের পড়ালেখা অনেক পছন্দের।আর কিছু মানুষ আছে,যাদের পড়ালেখা ভালো লাগে না।পড়ালেখা ভালো না লাগলেও আমাদের পড়ালেখা করতে হয়।কারণ,পড়ালেখার মাধ্যমে সহজেই নিজের সাফল্যে পৌঁছানো যায়।অনেকেই আছে, যাদের পড়ালেখা খুবই ভালো লাগে।কিন্তু পড়লে মুখস্ত হয় না।আবার অনেকেই আছে, যাদের মুখস্ত দ্রুত হলেও পড়তে ভালো লাগে না।এই লেখা আজ তাদের জন্য,যাদের পড়ালেখার প্রতি আগ্রহ থাকার পরও মুখস্ত হয় না।
পড়ার সময় নিচের ৫ টি পদ্ধতি প্রয়োগ করলে আশা করা যায় পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং পড়া দ্রুত মুখস্ত হবে:
১.বাইরের সকল চিন্তা ভাবনাকে দূরে রেখে প্রবল আগ্রহের সাথে পড়তে বসতে হবে।সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতে হবে।
২.পড়ার পাশাপাশি ভাবতে হবে।যেমন:কোনো বিষয় পড়ার জন্য ১ ঘন্টা বরাদ্দ থাকলে, প্রথমে ৪৫-৫০ মিনিট পড়ার পর যে বিষয়গুলো পড়া হয়েছে সেগুলো স্মরণ করার চেষ্টা করতে হবে।যদি সেগুলো স্মরণ করা যায়,তবে ভাবতে হবে পড়া মুখস্ত হয়েছে।আর যদি স্মরণ না হয়,তবে ভাবতে হবে ঐ বিষয়ে আরও সময় দিতে হবে।
৩.পড়ার সময় পড়ার টপিককে বাস্তব জীবনের সাথে মিলাতে হবে।আর যা পড়ার প্রতি মনোযোগ এবং আগ্রহ উভয়ই বৃদ্ধি করবে।যা দ্রুত মুখস্ত করতে অনেক বড় একটা ভূমিকা পালন করে।
৪.পড়ার সাথে সাথে যদি যে বিষয়টি পড়া হচ্ছে সেই বিষয়টি লেখা যায়,তবে পড়া দ্রুত মুখস্ত হবে।
৫.শ্রেণিকক্ষে শিক্ষকের লেকচার মনোযোগ সহকারে শুনতে হবে।আর যার ফলে,শ্রেণিকক্ষে আলোচিত বিষয়টি বাড়িতে পড়ার সময় অনেক দ্রুত মুখস্ত হবে।
উপরের ৫ টি সহজ উপায় যদি আপনি নিয়মিত চর্চা করেন, তবে ধীরে ধীরে আপনার পড়ালেখার উন্নতি হবে।
0 Comments