বিপরীত শব্দ ( পর্ব - ১ )



( অকর্মক - সকর্মক ) , ( অজ্ঞ - প্রাজ্ঞ ) , ( অধিত্যকা - উপত্যকা ) , ( অক্ষম - সক্ষম ) , ( অতিকায় - ক্ষুদ্রকায় ) , ( অনন্ত - সান্ত ) , (অগ্র-পশ্চাৎ ) , ( অতিবৃষ্টি - অনাবৃষ্টি ) , ( অনুকূল - প্রতিকূল ) , ( অগ্রজ - অনুজ ) , ( অতীত - ভবিষ্যত ) , ( অনুগ্রহ - নিগ্রহ ) , ( অণু - বৃহৎ ) , ( অদ্য - কল্য ) , ( অগ্রজ - অনুজ ) , ( অচল - সচল ) , ( অধঃ - ঊর্ধ্ব ) , ( অনুরক্ত - বিরক্ত ) , ( অচলায়তন - সচলায়তন ) , ( অধম - উত্তম ) , ( অনুরাগ - বিরাগ ) , ( অচেতন - সচেতন ) , ( অধমর্ণ - উত্তমর্ণ ) , ( অনুলোম - প্রতিলোম ) , ( অলীক - সত্য ) , ( অশন - অনশন ) ,  ( অস্তগামী - উদীয়মান ) , ( অল্পপ্রাণ - মহাপ্রাণ ) , ( অসীম - সসীম ) , ( অস্তি- নাস্তি/নেতি) , ( অহিংস - সহিংস )


( আকর্ষণ - বিকর্ষণ ) , ( আধার - আধেয় ) , ( আরোহণ - অবরোহণ ) , ( আকুঞ্চন - প্রসারণ ) , ( আপদ - সম্পদ ) , ( আর্দ্র - শুষ্ক ) , ( আগত - অনাগত ) , ( আবশ্যক - অনাবশ্যক ) , ( আর্য - অনার্য ) , ( আগমন - প্রস্থান ) , ( আবশ্যিক - ঐচ্ছিক ) , ( আলস্য - শ্রম ) , ( আজ - কাল ) , ( আবাদি - অনাবাদি ) , ( আলো - আঁধার ) , ( আত্ম - পর ) , ( আবাহন - বিসর্জন ) , ( আশীর্বাদ - অভিশাপ ) , ( আত্মীয় - অনাত্মীয় ) , ( আবির্ভাব - তিরোভাব ) , ( আসক্ত - নিরাসক্ত ) , ( আদি - অন্ত ) , ( আবির্ভূত - তিরোহিত ) , ( আসামি - ফরিয়াদী ) , ( আদিম - অন্তিম ) , ( আবিল - অনাবিল ) , ( আস্তিক - নাস্তিক ) - ( আদ্য- অন্ত্য ) , ( আবৃত - উন্মুক্ত ) , ( আস্থা- অনাস্থা )


( ইচ্ছুক - অনিচ্ছুক ) , ( ইদানীন্তন - তদানীন্তন ) , ( ইহকাল - পরকাল ) , ( ইতর - ভদ্র ) , ( ইষ্ট - অনিষ্ট ) , ( ইহলোক - পরলোক ) , ( ইতিবাচক - নেতিবাচক ) , ( ইহলৌকিক - পারলৌকিক )


( ঈদৃশ - তাদৃশ ) , ( ঈষৎ - অধিক )


( উক্ত- অনুক্ত ) , ( উত্তরায়ণ - দক্ষিণায়ন ) , ( উন্নত - অবনত ) , ( উগ্র - সৌম্য ) , ( উত্তাপ - শৈত্য ) , ( উন্নতি - অবনতি ) , ( উচ্চ - নীচ ) , ( উত্তীর্ণ - অনুত্তীর্ণ ) , ( উন্নীত - অবনমিত ) , ( উজান - ভাটি ) , ( উত্থান- পতন ) , ( উন্নয়ন - অবনমন ) , ( উঠতি - পড়তি ) , ( উত্থিত - পতিত ) , ( উন্মুখ - বিমুখ ) , ( উঠন্ত - পড়ন্ত ) , ( উদয় - অস্ত ) , ( উন্মীলন - নিমীলন ) , ( উৎকৃষ্ট - নিকৃষ্ট ) , ( উদ্ধত - বিনীত/ নম্র ) , ( উপকর্ষ - অপকর্ষ ) , ( উৎকর্ষ - অপকর্ষ ) , ( উদ্বৃত্ত - ঘাটতি ) , ( উপচয় - অপচয় ) , ( উৎরাই - চড়াই ) , ( উদ্যত - বিরত ) , ( উপকারী - অপকারী ) , ( উত্তম - অধম ) , ( উদ্যম - বিরাম ) , ( উপকারিতা - অপকারিতা ) , ( উত্তমর্ণ - অধমর্ণ ) , ( উর্বর - ঊষর ) , ( উপচিকীর্ষা - অপচিকীর্ষা ) , ( উত্তর - দক্ষিণ ) , ( উষ্ণ - শীতল )
 

( ঊর্ধ্ব - অধঃ ) , ( ঊর্ধ্বগতি - অধোগতি ) , ( ঊষা - সন্ধ্যা ) , ( ঊর্ধ্বতন - অধস্তন ) , ( ঊর্ধ্বগামী - অধোগামী ) , ( ঊষর - উর্বর )


( ঋজু - বক্র )


( একান্ন - পৃথগান্ন ) , ( একাল - সেকাল ) , ( একূল - ওকূল ) , ( এখন - তখন )


( ঐকমত্য - মতভেদ ) , ( ঐশ্বর্য - দারিদ্র্য ) , ( ঐহিক - পারত্রিক ) , ( ঐক্য - অনৈক্য )
 

( ওস্তাদ - সাকরেদ )


( ঔদার্য - কার্পণ্য ) , ( ঔচিত্য- অনৌচিত্য ) , ( ঔজ্জ্বল্য - ম্লানিমা ) , ( ঔদ্ধত্য - বিনয় )

পর্ব-২ এ থাকবে ব্যঞ্জনবর্ণ দ্বারা শুরু হয়, এমন শব্দের বিপরীত শব্দ।

Post a Comment

1 Comments